ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৪৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ২৬ সেপ্টেম্বর ২০২০

রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৩১ পিস ইয়াবা, ১৪০ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ৭১২ গ্রাম গাঁজা, ২১৩ বোতল ফেন্সিডিল ও ৫০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

এএইচ/আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি