ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৬:০১, ২৭ সেপ্টেম্বর ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে আলাপ হয় দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্কের নানা দিক নিয়ে।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যেসব উন্নয়ন প্রকল্প ও সহায়তা আছে তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন ভারতীয় হাই কমিশনার।

এছাড়া মুক্তিযুদ্ধ পরবর্তী চুক্তিগুলো নিয়ে দেশটির সরকারের আন্তরিকতার বিষয়টি তুলে ধরেন ভারতের প্রতিনিধি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার আশ্বাস দেন।


এএইচ/এসএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি