ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু কন্যা বেঁচে না গেলে দেশ অন্ধকারাচ্ছন্ন হতো: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৬:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২০

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে না গেলে, বাংলাদেশের অন্ধকারাচ্ছন্নতা কাটানোর আর কেউ থাকতো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত আলোচনায় যোগ দিয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

শেখ হাসিনার বিকল্প দেশে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আছেন বলেই, অদম্যগতিতে এগুচ্ছে এই দেশ। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তার উপস্থিতি খুব বেশি প্রয়োজন।

এ সময় সিলেটের এমসি কলেজের ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের শাস্তি ভোগ করতেই হবে, কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, যেই অন্যায় করছে সুশাসন প্রতিষ্ঠার জন্য তাকে আইনের কাছে সোপর্দ করেছি।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি