ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে দোয়া মাহফিল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২০

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সাংসদের ৩নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে বিকেল ৩ টায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। 

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়ার সভাপতিত্বে ফকিরহাট শেখ আবদুল লতিফ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস এর পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। বর্তমান শেখ হাসিনা সরকারের সফলতা ও করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষার এবং দেশের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।

দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারবর্গের শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীসহ সকল শহীদদের জন্য আত্মার মাগফেরাত কামনা করা হয়। এম. এ. লতিফ এমপি শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য, এম. এ. লতিফ এমপি গত ২৪ জুলাই ২০২০ইং তার হার্টের উন্নত চিকিৎসার জন্য স্বস্ত্রীক এয়ার এ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে প্রথম ব্যাংকক হাসপাতালে পরবর্তীতে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে চলতি মাসে দেশে ফিরে তাঁর বাসভবনে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
 
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী, বন্দর সিবিএ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, লবণ শ্রমিকলীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, মহানগর শ্রমিকলীগ’র সহ-সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, স্বাধীনতা নারী শক্তি পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, ৩৬নং ইউনিট আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মোক্তার আহম্মদ ও রিফাত আলম প্রমুখ।   

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি