ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুপার টেনের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৩:৪৪, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৪৫, ১৫ মার্চ ২০১৬

india vs nzসুপার টেনের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড । নাগপুরে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ । দু দলের লক্ষ্যই ম্যাচ জয় । টি টুয়েন্টিতে এ মুহুর্তে র্দুদান্ত ফর্মে রয়েছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত । সর্বশেষ ৫টি টি টুয়েন্টির সবগুলোতেই জিতেছে ধোনি বাহিন ী । এছাড়া সদ্য এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জেতার সুখসৃতিœ তো রয়েছেই । ভারতীয় দলে পেইসার আশিষ নেহরার জায়গায় এ ম্যাচে খেলতে পারেন মোহাম্মদ সামি । অপরদিকে অনেকটাই তারুন্যনির্ভর দল নিউজিল্যান্ড । যদিও ভারতের মাটিতে একমাত্র টি টুয়েন্টিতে জেতার অভিজ্ঞতা রয়েছে কিউইদের । ফেভারিট ভারতকে হারিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চায় নিউজিল্যান্ড ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি