ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনার পরে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে কমিশন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ৩ অক্টোবর ২০২০

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে জাতীয় কমিশন গঠনের দাবি দীর্ঘদিনের। কমিশন গঠন প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। করোনা পরবর্তী সময়ে এ বিষয়ে অগ্রগতি হবে বলে জানান তিনি।

’৭৫ এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিচারের পথ রুদ্ধ করতে জারি করা হয় ইনডেমনিটি অধ্যাদেশ। ২১ বছর পর সেই হত্যাকাণ্ডের বিচার পথ খুলে যায়। শুরু হয় বিচারিক প্রক্রিয়া।

দীর্ঘ প্রক্রিয়া শেষে বঙ্গবন্ধুর খুনিদের কয়েকজনের দণ্ড কার্যকর হলেও, ষড়যন্ত্রকারীরা আড়ালেই থেকে যায়। তাদের মুখোশ উন্মোচনে জাতীয় কমিশন গঠনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।

৭২ থেকে ৭৫ এবং পঁচাত্তর পরবর্তী সময়ের ঘটনাবলী লিপিবদ্ধ করতে কমিশন গঠনের প্রয়োজন বোধ করেন বিশিষ্টজনেরা। এই ধারণার সঙ্গে একমত আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ঘটনার এপাশ ওপাশ পর্যালোচনা করলে দেখা যাবে যে, তারা সকলেই এই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারী।

করোনা পরিস্থিতির কারণে কমিশন গঠনের উদ্যোগ স্থগিত রয়েছে বলেও জানান মন্ত্রী।

আইনমন্ত্রী আরও বলেন, কিভাবে কমিশন হবে, কমিশনের কাজ কি হবে এর পরিধি সম্পর্কে আলাপ-আলোচনার পর আমরা কমিশন গঠনের দিকে যাব। এই করোনাভাইরাস পরিস্থিতির কারণে আমরা পিছিয়ে গেছি। করোনা পরিস্থিতির উন্নতি হলেই আমরা এই কাজ এগিয়ে নিয়ে যাব। 

বঙ্গবন্ধুর খুনী এবং তাদের বংশধরদের চিহ্নিত করতে না পারলে আগামী প্রজন্ম সত্য জানা থেকে বঞ্চিত হবে।

ভিডিও-

e="text-align:justify"> 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি