ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনা চরম বর্বরতার উদাহরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ৬ অক্টোবর ২০২০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। ঘটনাটি যখনই আমাদের নজরে এসেছে তখন থেকেই আমাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে এবং দ্রুততার সঙ্গে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনা চরম বর্বরতার উদাহরণ। কোন বিবেকবান মানুষ এ ধরনের অপরাধ করতে পারে না। এটা জঘন্য অপরাধ। এ ধরনের জঘন্য অপরাধ যারা করে তাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এ ঘটনায় যারাই জড়িত তাদের সবাইকে সর্বোচ্চ শাস্তি পেতেই হবে।

তিনি বলেন, নোয়াখালীর ঘটনায় জড়িতদের গ্রেফতারে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের গাফিলতি দেখায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত দু’জন ছাড়া সবাইকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। শিগগিরই অপরাধীদের আইনের মুখোমুখি করা হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনের শাসন আছে বলেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং আমরা অপরাধীদের ধরতে সক্ষম হয়েছি। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে পাঠানো হয়েছে।

নোয়াখালী ও সিলেটে যা ঘটেছে, তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইন অনুযায়ী জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের নৈতিকতার অভাব রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিকভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘সিলেটের এমসি কলেজে যে ঘটনাটি ঘটেছে এটা দুঃখজনক। এ ধরনের ঘটনার সঙ্গে যারা লিপ্ত, তারা জঘন্য অপরাধ করেছে, তাদেরও শাস্তি পেতে হবে। সেজন্য আমরা একটা নির্ভুল তদন্ত রিপোর্ট দেবো, যাতে সেখানে তারা শাস্তি পায়’।- বাসস

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি