ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নির্দিষ্ট সময়ে সৌদিতে যাওয়া নিয়ে সংশয়ে প্রবাসীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ৭ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ভিসার মেয়াদ যাদের শেষ কিংবা শেষের পথে অগ্রাধিকার ভিত্তিতে তা নির্ধারণ করে টিকেট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান। তবে নির্দিষ্ট সময়ে সৌদি আরব যাওয়া নিয়ে সংশয়ে আছেন প্রবাসীরা।

সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্স ও মতিঝিলে বাংলাদেশ বিমান অফিসের সামনে শত শত প্রবাসী অপেক্ষা করছেন টোকেন এবং টিকেটের জন্য। 

তারা বলছেন, আকামার মেয়াদ বাড়ানোর হলেও টিকেট সংকটে নির্দিষ্ট সময়ে সৌদি আরব যাওয়া নিয়ে সংশয় আছে তাদের। যারা টিকেট পাচ্ছেন তারা করোনা টেস্ট এবং ফ্লাইটের জন্য খুব অল্প সময় পাচ্ছেন বলেও অভিযোগ করেন সৌদি প্রবাসীরা।

সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, ৪ অক্টোবর যাদের টোকেন দেয়া হয়েছে মঙ্গলবার তেমন ৩০০ যাত্রীকে টিকিট দিয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে সৌদিগামীদের টিকিট দেয়া শুরু করে এয়ারলাইন্সটি।

এদিকে মতিঝিলে বিমান অফিসের সামনেও টিকিট এবং টোকেন সংগ্রহের জন্য সৌদিগামীরা সকাল থেকেই ভিড় করেন। অনেকে মধ্যরাত থেকেই অফিসের সামনে অবস্থান নেন। এদিন সকাল ১০টা থেকে টিকিট দেয়া শুরু হয়। ভিসার মেয়াদ খুব বেশিদিন নেই তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেয়া হয়।

তবে এদিন টিকিট প্রত্যাশীদের বিক্ষোভ ঠেকাতে দুই অফিসের সামনেই পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি