ভিসার মেয়াদ বাড়াল সৌদি
প্রকাশিত : ২১:২২, ৭ অক্টোবর ২০২০ | আপডেট: ২১:২৮, ৭ অক্টোবর ২০২০
করোনা মহামারীর কারণে দেশে ফিরে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সেদেশের সরকারের সিদ্ধান্তের কথা তাকে অবহিত করেছেন।
মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলা হয়, সৌদি আরব সরকার প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে। গেল ৩০ সেপ্টেম্বর আটকে পড়া কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়।
এর আগে ইকামা ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়া হলেও ভিসা নিয়ে জটিলতায় পড়েন আটকেপড়া প্রবাসীরা। অনেকে অভিযোগ করেন, ভিসা নবায়ন না হওয়ায় তারা বিমান টিকিট পাননি। এমন অবস্থায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
করোনার কারণে মার্চের শেষের দিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো সৌদির সঙ্গেও সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যায়। এতে ছুটিতে দেশে আসা অনেক প্রবাসী কর্মীরা ঠিক সময়ে আর ফিরতে পারেননি। এরমধ্যে হঠাৎ করেই সৌদি সরকার ঘোষণা দেয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সৌদি আরবে ফিরতে হবে কর্মীদের। এরপরই বিমানের টিকিট এবং ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন দেশে আটকেপড়া প্রবাসীরা।
এমএস/এসি
আরও পড়ুন