ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পবিত্র শবে বরাত আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ১১ মে ২০১৭ | আপডেট: ১৪:২৫, ১১ মে ২০১৭

মুসলিম উম্মার সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত আজ। হাদিস থেকে জানা যায়, আরবী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে পূণ্যময় রাত হিসেবে পালন করতেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌভাগ্য, গুনাহ মাফ ও নাজাতের আশায় পবিত্র এ রজনী ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সৌভাগ্যের রজনী ‘লাইলাতুল বারাত’ বা ‘শবে বরাত’। ইসলাম ধর্মমতে, এ’রাতে আরশ থেকে পৃথিবীর নিকটতম আকাশে অবতরণ করেন মহান রাব্বুল আলামীন। সুবহে সাদিকের আগ পর্যন্তবান্দকে অবিরাম ডাকতে থাকেন।
বান্দার গুনাহ মাফ ও দোয়া কবুলের অনুপম মহিমা প্রদর্শন করেন শর্ব শক্তিমান মহান আল্লাহ তায়ালা।
আর তাই ইবাদাত বন্দেগির মাধ্যম রাত্রি যাপনের পরামর্শ দিয়েছেন এই ইসলামী চিন্তবিদ।
সিংক: ড. সৈয়দ মুহাম্মদ ইমদাদ উদ্দীন, খতীব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ।
আতশবাজী পরিত্যাগ ও অনুষ্ঠানিকতার নামে কেবলমাত্র হালুয়া রুটির মধ্যে মহান রাতটিকে সীমাবদ্ধ না রাখার পরামর্শও দিয়েছেন তিনি।
পাপমুক্তির পাশাপাশি মহান এই রাতের মহিমায় উদ্ভাসিত হবে বিশ্ব মুসিলম ভাতৃত্ববোধ এমনটাই প্রত্যাশা সবার।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি