ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

মেয়াদ বাড়ানোর বিষয় নিশ্চিত হতে পারেনি প্রবাসীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ৮ অক্টোবর ২০২০

৩০ অক্টোবর পর্যন্ত সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বেড়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমোনের এমন ঘোষণার পর বৃহস্পতিবার এয়ারলাইন্সের অফিসগুলোর সামনে প্রবাসীদের ভীড় বেড়েছে। তবে অনেকের অভিযোগ, মেয়াদ বাড়ানো নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি তারা। 

পররাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণার পর নতুন করে সৌদি আরব ফিরে যাওয়ার আশা দেখছেন প্রবাসীরা। যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে গেছে তাদের ভিড় বিভিন্ন এয়ারলাইন্সের সামনে।

প্রবাসীরা জানান, সৌদি সরকার ভিসার মেয়াদ একমাস বাড়ানোর ঘোষণা দিয়েছে এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও বলে দিয়েছে ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, এখনও কোন সমস্যা হবে না। এখবর শুনেই আমরা এখানে টিকেটের জন্য এসেছি।

তবে অনেকের অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পরও এখন পর্যন্ত বাড়েনি ভিসার মেয়াদ। তাই শঙ্কার মধ্যে আছেন তারা।

টিকেটপ্রত্যাশী এক প্রবাসী জানান, ভিসার মেয়াদ ঘণ্টাখানেক আগে চেক করালাম, যে ম্যাটে আসার কথা ছিল সে ম্যাটে আসেনি। অন্য আরেকজন জানান, কাল রাতে টিভিতে খবর দেখে সকালে ঢাকার উদ্দেশে রওয়ানা দেই। এখানে এসে চেক করলাম, ভেসার মেয়াদ বাড়েনি। অনলাইন ও সব জায়গায় খবর নিলাম মেয়াদ বাড়ানোর খবর এখনও পাইনি।

এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেতে টিকেট পাওয়া নিয়ে প্রবাসীদের ভীড় রয়ে গেছে ।

এএইচ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি