ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

যেসব ক্যাটাগরিতে ভিসা আবেদন নিচ্ছে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১০ অক্টোবর ২০২০

বাংলাদেশের নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন সেবা পুনরায় চালু করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

পর্যটন ছাড়া চিকিৎসা, ব্যবসায়, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, কর্মকর্তা, জাতিসংঘ কর্মকর্তা এবং জাতিসংঘ কূটনীতিক ক্যাটাগরিতে অনলাইনে আবেদন করা যাবে।

শুক্রবার হাইকমিশনের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। ১২ মার্চ মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত ঘোষণা করে ভারত।

শুক্রবার ভারতীয় হাইকমিশনের অ্যাটাশে প্রেস অ্যান্ড ইনফরমেশন কর্মকর্তা দেবব্রত পাল জানান, পর্যটন ছাড়া চিকিৎসা ভিসাসহ উল্লিখিত ৯ ক্যাটাগরির ভিসা পেতে এখন থেকে অনলাইনে আবেদন করা যাবে।

প্রক্রিয়াটি ইতোমধ্যে চালু হয়েছে। এছাড়া অন্যান্য ভিসা শিগগিরই চালু করা হবে বলেও তিনি জানান।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি