ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

স্থানীয় সরকারের ৮০ পদে ভোট চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ১০ অক্টোবর ২০২০ | আপডেট: ০৯:৩১, ১০ অক্টোবর ২০২০

উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ৮০টি পদে ভোট গ্রহণ হচ্ছে আজ শনিবার। নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব আতিয়ার রহমান জানিয়েছেন, করোনা মহামারির মধ্যেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আয়োজনের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন।

আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব পদে একটানা ভোট গ্রহণ চলবে। এর মধ্যে দুটি পৌরসভায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান।

যেসব পদে ভোট হবে, তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন এবং কুষ্টিয়া জেলা পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন হবে। চাঁদপুর ও জয়পুরহাটের কালাই পৌরসভায় হবে সাধারণ নির্বাচন। আর সুনামগঞ্জ, ঝিনাইদহ, মাদারীপুর, হবিগঞ্জ ও যশোর পৌরসভায় শুধু মেয়র পদে উপনির্বাচন হবে। একই সঙ্গে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে আজ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদে হবে সাধারণ নির্বাচন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি