ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ১২ অক্টোবর ২০২০ | আপডেট: ১৫:৩৮, ১২ অক্টোবর ২০২০

ইলিশ আহরণ নিষিদ্ধের সসয়সীমা ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত (২২ দিন) করা হয়েছে। এই সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ‘ইলিশ উৎপাদনের সাফল্য ধরে রাখা হবে। কারণ ভবিষ্যতে বাণিজ্যিক ভাবে এ মাছ রফতানি করা হবে।’

শ ম রেজাউল করিম বলেন, 'বিশ্বের মোট উৎপাদিত ইলিশের ৮০ শতাংশের বেশি বাংলাদেশের নদ-নদী মোহনা ও সাগর থেকে আহরিত হয়। অন্যান্য বছরের চেয়ে অনেক সুন্দর ও বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়নে সময়োপযোগী ওবাস্তবমুখী কার্যক্রম বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলে।'

তিনি আরও বলেন, ‘ইলিশ এক সময় দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছিল। এখন ইলিশ মানুষের হাতের নাগালে চলে এসেছে। বাংলাদেশে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে এ বছর ইলিশ উৎপাদিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আমরা ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত— ২২ দিন মা ইলিশ ধরা সস্পূর্ণরূপে নিষিদ্ধ করেছি।'

এ সময় মৎস্য ও প্রাণিসস্পদ সচিব রওনক মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি