পবিত্র শবে বরাত কাটালেন ধর্মপ্রাণ মুসল্লীরা
প্রকাশিত : ১১:০৬, ১২ মে ২০১৭ | আপডেট: ১৫:৩৫, ১২ মে ২০১৭
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগী আর জিকির-আসগারে পবিত্র শবে বরাত কাটালেন ধর্মপ্রাণ মুসল্লীরা। মহিমান্বিত এই রজনীতে নিজের গুনাহ মাফের পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেছেন মুসল্লীরা।
লাইলাতুল বরাত বা শবে বরাত, মুসলমানদের জন্য মহিমান্বিত এক রজনী। বলা হয়, এ রাতে মহান স্রষ্টার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। এজন্য এ রাতকে ভাগ্য রজনী বলেও মনে করেন মুসলমানরা।
পবিত্র এ রাতে মসজিদে মসজিদে জিকির আসগার আর নফল নামাজে কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। মোনাজাত করেন পরিবার, দেশ ও মসলিম উম্মাহর শান্তি কামনা করে।
এছাড়া ইবাদত শেষে অনেকে পরলোকগত স্বজনদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
এর আগে সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় থেকেই মসজিদে মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসলমানদের।
হাদিসে আছে মহান সৃষ্টিকর্তা শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন’। তাই এ রাত শুধুই ইবাদতের।
রাজধানীতে আইনশ্খৃংলা বাহিনীর বিশেষ নজরদারি বহাল থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন