ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুশ্চরিত্রা বলায় ভিপি নূরের বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১৪ অক্টোবর ২০২০ | আপডেট: ১৩:৫৮, ১৪ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বক্তব্যে দুশ্চরিত্রা বলায় ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে সাইবার অপরাধ ট্রাইবুনালে মামলা করেছে ধর্ষণের অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। 

বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করা হয়।

গত রোববার (১১ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে তাদের বিরুদ্ধে তিন সপ্তাহ আগে করা ধর্ষণ মামলা নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। সেখানে তিনি ওই ছাত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলে নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা।

এর আগে রাজধানীর লালবাগ ও কোতয়ালী থানায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামী করে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। ডাকসুর সাবেক ভিপি নূরও ওই দু’টি মামলার অন্যতম আসামী। 

ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছেন অভিযোগকারী শিক্ষার্থী। তাঁর পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি