ওয়াসায় শিগগিরই শুদ্ধি অভিযান (ভিডিও)
প্রকাশিত : ১৬:২৯, ১৬ অক্টোবর ২০২০
শিগগিরই ঢাকা ওয়াসায় দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
তিনি জানিয়েছেন, ‘রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেনগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে।’
তিন বছরের জন্য নতুন দায়িত্ব নিয়ে গত ১০ বছরের সাফল্য এবং ভবিষ্যত পরিকল্পনার জানাতে ঢাকা ওয়াসার সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। এতে চাহিদার প্রায় ৯০ শতাংশ বিশুদ্ধ পানি সরবরাহ করার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
তিনি বলেন, ‘গণমুখী পানি, ব্যবস্থাপনা পরিচালনা ও প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস।’
ঢাকা ওয়াসার যে সব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তাকসিম এ খান।
ওয়াসার শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন সময়ে আমাদের কোন কর্মচারীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে। কারো বিরুদ্ধে সামান্য কোন অনৈতিক পন্থার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
রাজধানীতে জলাবদ্ধতা নয় জলজট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সঠিক ব্যবস্থাপনার জন্য ওয়াসার খাল ও ড্রেনগুলোকে সিটি কর্পোরেশনের হস্তান্তর করা হবে।’
তকসিম এ খান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা আগেই ধ্বংস করে ফেলা হয়েছে। কাজেই আমরা আর্টিফিসিয়াল ড্রেনেজ ব্যবস্থায় আছি। ২০১২ সাল থেকে আমরা একাধারে চিঠি দিয়ে আসছি। আশ করছি খুব অল্প সময়ে এটা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরে করা হবে।’
সুয়ারেজ ব্যবস্থায় নতুন পাঁচটি মেগা প্রকল্প নেয়া হয়েছে জানিয়ে ঢাকা ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে ডিজিটাল সুয়ারেজ ব্যবস্থাপনা চালু করা হবে।’
এআই//এমবি
আরও পড়ুন