ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গুলশান থেকে আটক পাকিস্তান হাইকমিশনের কর্মচারিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে

প্রকাশিত : ২৩:৪৫, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৪৭, ২ ফেব্রুয়ারি ২০১৬

সন্দেহজনক গতিবিধির জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনের পাশ থেকে আটক হওয়া পাকিস্তান হাইকমিশনের কর্মচারি আবরার আহমেদ খানকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আজ বেলা ১১ টার দিকে আব্রাহামকে আটক করে পুলিশ। সঙ্গে তার ব্যাবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়। আটকের পর আবরারকে গুলশান থানায় রাখা হয়। এ সময় তিনি নিজেকে পাকিস্তান হাইকমিশনের ইনফরমেশন সেক্রেটারির একান্ত সহকারি বলে দাবি করেন। পরে সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি জামিল আক্তার খান আব্রাহামকে মুচলেকা দিয়ে নিয়ে যান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি