ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনী ক্যাম্পকে কেন্দ্র করে বগুড়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত : ১৫:০৮, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:০৮, ১৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

bograনির্বাচনী ক্যাম্পকে কেন্দ্র করে বগুড়ার বুড়িগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি কর্মিদের মধ্যে সংঘর্ষে মহাতাব নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। নিহত মহাতাব আওয়ামীলীগ প্রার্থী গফুরের ভাগ্নে বলে জানায় পুলিশ। আহত চারজনকে শিবগঞ্জ উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। এদিকে সকালে ময়না তদন্তের জন্য মহাতাবের মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ রাতেই ৮ জনকে আটক করে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি