ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের থেকে সতর্ক থাকতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ২৪ অক্টোবর ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির চলমান ধারা যাদের গাত্রদাহ সৃষ্টি করছে তারা নানা অপকৌশলে দেশকে পিছিয়ে দিতে চায়। 

আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে সনাতন সমাজকল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাঅষ্টমীর শূভেচ্ছা অনুষ্ঠানে এ কথা বলেন।

সংসদ ভবন এলাকার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে তিনি অনুষ্ঠানে যোগ দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের অপকৌশল হচ্ছে হিন্দু-মুসলমান বৈরিতা সৃষ্টি করা। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়-তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

সংগঠনের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং চিত্র নায়ক ফেরদৌস এ সময়ে উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি