ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গভর্ণরের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত সততার বিরল দৃষ্টান্ত- প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭:১০, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৬, ১৫ মার্চ ২০১৬

রিজার্ভ কেলেংকারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্ণর পদ থেকে স্বেচ্ছায় সরে দাড়ালেন ড.আতিউর রহমান। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। ড. আতিউরের পদত্যাগের সিদ্ধান্তকে সাহসের বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এদিকে, নতুন গভর্ণর হিসেবে সাবেক অর্থ সচিব ফজলে কবিরের নাম ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ডেপুটি গভর্ণর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই গভর্ণর ডক্টর আতিউর রহমানের ভাগ্য নিয়ে চলছিলো জল্পনা কল্পনা। মঙ্গলবার সকাল পৌনে এগারোটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ড.আতিউর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন দীর্ঘ সময়। বেলা বারোটার দিকে নিজের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়ে বের হয়ে যান তিনি। পরে গভর্ণরের পদ থেকে ড.আতিউর রহমানের পদত্যাগ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। জানান, পদত্যাগের এই সিদ্ধান্তকে সততার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী । বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও রিজার্ভ বৃদ্ধিতে আতিউর রহমানের অবদান অসামান্য। বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তার দায়িত্ব অবহেলায় রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে, আতিউর রহমানের জায়গায় নতুন গভর্ণর হিসেবে সাবেক অর্থসচিব ফজলে কবিরের নাম ঘোষনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন তিনি। ডেপুটি গভর্ণর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। হ্যাকিং এর মাধ্যমে গেল ৫ ফেব্র“য়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় ৮’শ কোটি টাকা সরিয়ে নেয়া হলেও তা গোপন রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণরসহ সব কর্মকর্তারা। দেশী-বিদেশী গণমাধ্যমে সংবাদ প্রচারের পর শুরু হয় তোলপাড়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি