ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে এক অনন্য উচ্চতায়: তাজুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ২৯ অক্টোবর ২০২০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমানে বাংলাদেশ-ভারতের সম্পর্ক এক অনন্য এক উচ্চতায় পৌঁছেছে।

তিনি বলেন, এ দেশে যখনই স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় এসেছে, তখনই তারা বন্ধু প্রতিম দেশ দু’টির মধ্যে সম্পর্কের ফাটল ধরানোর চেষ্টা করেছে। তাদের এই ষড়যন্ত্র কখনো সফল হয়নি, হবেও না। কারণ, দু’দেশের মধ্যে সম্পর্ক আত্মিক ও দৃঢ়।

মন্ত্রী আরো বলেন, দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই সীমান্ত এবং সমুদ্রসীমাসহ আরো অনেক সমস্যার সমাধান সম্ভব হয়েছে।

তাজুল ইসলাম আজ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার ও জনগণের সমর্থন ও সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করে গেছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সম্পর্ককে আরো শক্তিশালী করে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি