ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

ফেনীর উপজেলা চেয়ারম্যান হত্যা মামলায় ৫৬ জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত : ১৭:১৬, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১৬, ১৫ মার্চ ২০১৬

Feniফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় ৫৬ জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। আগামী ১২ই এপ্রিল স্বাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফেনীর দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে এ চার্জ গঠন করা হয়। এর আগে ৫৬ জন আসামীর মধ্যে গ্রেপ্তার ৪৪ আসামীকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এখনও এ মামলায় পলাতক রয়েছে ১২ আসামী। পরে আসামীদের কুমিল্লা ও ঢাকায় নিয়ে যাওয়া হয়। ২০১৪ সালের ২০শে মে ফেনীর উপজেলা চেয়ারম্যান একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি