ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে হিজবুত তাওহীদের কর্মীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৩, আটক ১১৩

প্রকাশিত : ১৭:১৬, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১৬, ১৫ মার্চ ২০১৬

Clashনোয়াখালীর সোনাইমুড়ীতে হিজবুত তাওহীদের কর্মীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায়  ১১৩ জনকে আটক করেছে পুলিশ। এঘটনায় পৃথক ৩টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকদের মধ্যে আহত ৪৭ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বাকীদেরকে জেলা সদরের সুধারাম মডেল থানায় রাখা হয়েছে। আসামীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার দিনভর হিযবুত তওহীদ কর্মীদের সাথে সোনাইমুড়ীর পোরকরা গ্রামবাসীর সংঘর্ষের পর রাতে সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ লোকজন। মধ্যরাত পর্যন্ত সোনাইমুড়ি-লাকসাম আঞ্চলিক মহাসকের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ও ইট ফেলে এবং টায়ার জালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি