ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ৩ নভেম্বর ২০২০ | আপডেট: ১১:৪১, ৩ নভেম্বর ২০২০

জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।

জেল হত্যা দিবসে নিহত জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা। 

পরে ওবায়দুল কাদের বলেন, ৭৫ এর ১৫ আগস্ট হত্যাকান্ডের ধারাবাহিকতায়ই ৩ নভেম্বরের হত্যাকাণ্ড। নতুন প্রজন্মের জন্য হত্যাকাণ্ডের ওই রহস্য উন্মোচন করা প্রয়োজন বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি