ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অর্থ আত্মসাতের অভিযোগে ৫ প্রকৌশলীসহ ছয় জনের বিরুদ্ধে দুদকের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ৩ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৫ প্রকৌশলীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আজ দুদকের সহকারি পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদি হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি দায়ের করেন।

এ মামলার আসামিরা হলেন, রাজধানীর উত্তরা মেসার্স পাওয়ার টেক ইন্টারন্যাশনালের মালিক মো. আব্দুল আলীম, শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ভুবন বিজয় দত্ত, রাজশাহী নেসকো লিমিটেড সার্ভিসেস প্রধান প্রকৌশলী (উৎপাদন) এ এইচ এম কামাল, নকশা ও পরিদর্শন পরিদপ্তর-১ এর পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) বর্তমান পিডিবি’র প্রকল্প পরিচালক (গুলশান ইউনিট-৪, রি-পাওয়ারিং প্রজেক্ট) মো. তোফাজ্জেল হোসেন, ক্রয় পরিদপ্তরের পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) (বর্তমানে পিআরএল ভোগরত) মো. আবু ইউসুফ এবং অতিরিক্ত পরিচালক (বাজেট) বর্তমান চট্টগ্রাম রাউজান বিদ্যুৎ কেন্দ্র সংরক্ষণ উপ-ব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী) (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান।

২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে আসামিরা প্রতারণামূলকভাবে পরষ্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বৈদ্যুতিক মিটার ক্রয়ের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৫৯ লাখ ১ হাজার ৯৯৭ সরকারি টাকা আত্মসাৎ করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।- বাসস

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি