
চুয়াডাঙ্গায় ছাগল চুরির অপবাদে এক নারীকে নির্যাতনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গেল সোমবার রাতে নির্যাতিতা নারীর ভাই বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাইফুল ইসলাম, মহিদুল ইসলামসহ ৪ জনকে গ্রেফতার করে। স্থানীয়রা অভিযোগ করেন রোববার বিকেলে চুয়াডাঙ্গার শান্তিপাড়ার মহিদুলের ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় আয়েশা খাতুন নামে এক মহিলাকে আটক করে নির্যাতন করা হয়। ঘটনার পর থেকে নির্যাতিতা এলাকা ছেড়ে চলে যান। পুলিশ জানায় বাকীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।