ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিজয়ী নৌবাহিনীর অ্যাথলেটিক্সদের সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী

প্রকাশিত : ১৭:৩১, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৩১, ১৫ মার্চ ২০১৬

Navy১২তম এসএ গেমসে পুরষ্কার বিজয়ী নৌবাহিনীর অ্যাথলেটিক্সদের সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার সকালে নৌবাহিনীর কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তারা। সাতটি ইভেন্টে নৌবাহিনীর মোট ৩৯জন খেলোয়াড় অংশগ্রহন করে ৩৭টি পুরষ্কার লাভ করেন। এতে, ৫০ ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোরে নতুন রেকর্ড সৃষ্টি করে দুটি স্বর্ণ পদকসহ সাতারে একটি ব্রোঞ্জ পেয়েছেন মাহফুজা খাতুন শিলা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি