ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আয়ারল্যান্ডের ফুটবলার ড্যারিল মারফির জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:৩৩, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৩৩, ১৫ মার্চ ২০১৬

ড্যারিল মারফি আয়ারল্যান্ডের পেশাদার ফুটবলার। খুব অল্প সময়ে ফুটবলে দারুণ নৈপূর্ন দেখিয়ে নজর কেড়েছেন সমর্থকদের মন। ১৯৮৩ সালে আজকের এই দিনে আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ড শহরে জন্মগ্রহন করেন তিনি। ড্যারিল মারফির ৩৪তম জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম ড্যারিল মারফি। তবে, সবার কাছে মারফি নামেই বেশি পরিচিত এই আইরিশ ফুটবল তারকা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিলো তাঁর। ক্যারিয়ারের প্রথম খেলা শুরু করেন সাউদেন ইউনাইটেড ক্লাবের হয়ে। এই ক্লাবের হয়ে ২০০০ সাল পর্যন্ত খেলে চলে যান লুটন টাউন ক্লাবে। আর লুটন টাউন ক্লাবের হয়ে বয়সভিত্তিক ক্যারিয়ারে মাঠে নামেই স্ট্রাইকার। লুটন টাউন ক্লাবে খেলেন ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত। এরপর নতুন করে যোগদেন ওয়াটার  ফোর্ড ক্লাবে। আর এই ক্লাবের হয়ে তিন মৌসুম খেলে চলে যান সান্ডারল্যান্ড ক্লাবে। মারফি সান্ডারল্যান্ড ক্লাবের হয়ে পাঁচ মৌসুমে মাঠে নামেন ১১০টি ম্যাচে। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন  শিফিল্ড ওয়েনেসডে ও আইপিসুইচ টাউন ক্লাবে। মারফি ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০১০ সালে নতুন করে যোগদেন সেলটিক ক্লাবে। আর এই ক্লাবের হয়ে ধারে খেলেন পুরনো ক্লাব আইপি সুইচ টাউনে। ২০১৩ সাল থেকে খেলে যাচ্ছেন এই ক্লাবের হয়ে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও মাঠ মাতিয়েছেন এই আইরিশ ফুটবলার। ২০০৫ সালে খেলেন আয়ারল্যান্ড অনুধ্ব-২১ দলে। ২০০৭ সাল থেকে খেলে যাচ্ছেন আয়ারল্যান্ডের জাতীয় দলে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি