ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪

বর্তমান সরকারের মেয়াদেই তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৮:৫৭, ১৬ মে ২০১৭

বর্তমান সরকারের মেয়াদেই তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
প্রধানমন্ত্রীর ভারত সফরের মূল্যায়ন বিষয়ক আর্ন্তজাতিক সেমিনারে তিনি বলেন, তিস্তার পানি চুক্তি নিয়ে বিতর্ক থাকলেও এবিষয়ে বাংলাদেশ-ভারতের দৃষ্টিভঙ্গি অভিন্ন। হাসানুল হক ইনু বলেন, ভারত সরকার যেখানে পানি ভাগ করতে রাজি সেখানে পশ্চিম বঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি চাইছেন, সেটা বড় বিষয় নয়। ভারত সফরে কোন চুক্তি নিয়ে সরকার লুকোচুরি করেনি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি