ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চার ঘণ্টা চেষ্টার পর গাজীপুরে ম্যাট্রিক্স সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১২:৫৫, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৫৫, ২ ফেব্রুয়ারি ২০১৬

gfপ্রায় চার ঘণ্টা চেষ্টার পর গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ম্যাট্রিক্স সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল ৭টার দিকে বোর্ডবাজার এলাকায় ‘ম্যাট্রিক্স সোয়েটার’ কারখানার আট তলা ভবনের সাত তলার গুদাম ঘরে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে। খবর পেয়ে টঙ্গী ও আশপাশের ফায়ার স্টেশনগুলো থেকে বারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভাতে গিয়ে এ পর্যন্ত ৫ জন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি