ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ১৪ নভেম্বর ২০২০ | আপডেট: ১৬:৩৬, ১৪ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সন্ত্রাসী কার্মকাণ্ড কোনওভাবেই সহ্য করা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যারাই বাসে আগুন দিয়েছে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।’ আজ শনিবার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে যাদের জবানবন্দি নেয়া হচ্ছে সেগুলো বিশ্লেষণ করে যারাই এর সঙ্গে জড়িত, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের অপতৎপরতা বন্ধে বদ্ধ পরিকর। গোয়েন্দা সংস্থার কাছে যে তথ্য আছে, সেখানে দেখা যায়- নির্বাচনের ফল মেনে না নিতে পারায় এমন ঘটনা ঘটাতে পারে।’

এসময়, বিএনপি কয়েক বছর আগেও আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

এআই//এনএস/

ভিডিওতে দেখুন-

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি