ঢাকা, রবিবার   ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশিত : ১৯:১৫, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১৫, ১৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

সুপার টেন পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামী কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কোলকাতার ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে বাংলদেশ সময় বুধবার বিকেল সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ। এশিয়া কাপ ও বিশ্বকাপ বাছাই পর্বের মত মূল পর্বের সাফলের ধারাবাহিকতা অব্যহত রাখতে এই ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে মাশরাফি বাহিনী। অন্য দিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় পাকিস্তানও। দীর্ঘ ২৫ বছর পর ইডেন গার্ডেন্সে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল । তবে সেই বাংলাদেশ ও এই বাংলাদেশের মধ্যে ব্যবধান অনেক । সময়ের পরিবর্তনে বাংলাদেশও হয়ে উঠেছে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তি । প্রতিপক্ষের নাম যখন পাকিস্তান তখন অধিনায়ককে একটু বাড়তি চিন্তা করতেই হচ্ছে প্রতিপক্ষের বোলারদের নিয়ে । তবে ইতিহাস বলছে সর্বশেষ দুটি টি টুয়েন্টির মোকাবেলায়া দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ । তবে এই পরিসংখ্যানে গা ভাসাতে চান না টাইগার অধিনায়ক মাশরাফি । পাকিস্তানকে হারাতে হলে ম্যাচে সবদিকে দিয়েই ভালো খেলতে হবে তার দলকে । দলের বোলিং আক্রমনের প্রধান অস্ত্র মুস্তাফিজের খেলাটা এখনও নিশ্চিত নয় । বোলিং পরীক্ষা দিয়ে ফেরা তাসকিনের বিষয়েও নিশ্চয়তা দিতে পারেননি টাইগার অধিনায়ক । তবে মাশরাফির জন্য স্বস্তির বিষয় হচ্ছে সাকিবের ছন্দে ফেরা । এদিকে, ক্রিকেটে ভাল সময় যাচ্ছেনা পাকিস্তানের। ধারাবাহিক সাফল্য পাচ্ছে না দলটি। বাংলাদেশের কাছে এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে শহীদ আফ্রিদিরা ।   স্বাভাবিক নৈপুন্য প্রদর্শন করে শুভ সূচনা করতে মরিয়া পাকিস্তান। এদিকে, দলপতি আফ্রিদী অনুশীলন না করলেও তাঁর বড় কোন সমস্যা নেই বলে জানান তিনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যাবে বলে জানালেন কোচ ওয়াকার ইউনুস । সর্বশেষ ২টি টি টুয়েন্টি বাংলাদেশ জিতলেও এর আগের ৭টি ম্যাচে জয় কিন্তু পাকিস্তানেরই ছিল
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি