ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ১৫ নভেম্বর ২০২০

ভারতীয় বাঙালি কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

গতকাল শনিবার রাত সোয়া ১২টায় কলকাতার বেলভ্যু নার্সিং হোমে ৮৫ বছর বয়সী এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৬ অক্টোবর কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজেটিভ আসার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

এএইচ/এসি


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি