ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৫ গন্তব্যে বিমানের ফ্লাইট স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ১৯ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে আন্তর্জাতিক পাঁচ গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি এসব গন্তব্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোন ফ্লাইট পরিচালনা করবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিমানের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়।

ওয়েবসাইটে বলা হয়- ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মাস্কাট ও কুয়েত রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হলো। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে।

কোভিড-১৯ মহামারি দেখা দিলে গত মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমানের। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় এরই মধ্যে কয়েকটি রুটে ফের ফ্লাইট চালু করে বিমান। তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মাস্কাট ও কুয়েত রুটে এখনও ফ্লাইট চালু করেনি বিমান।

এর আগে এই পাঁচ গন্তব্যে গত ১ নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করে বিমান। সবশেষ আজ আরেক দফায় ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

এএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি