ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নারী টি টুয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৭২ রানে হেরে যাত্রা শুরু করল বাংলাদেশ

প্রকাশিত : ২০:৫০, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ২০:৫০, ১৫ মার্চ ২০১৬

BD vs Indভারতের কাছে হার দিয়েই নারী টি টুয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করল বাংলাদেশ । ভারতীয় ব্যাটিং দাপটে বাংলাদেশ হার মানে ৭২ রানের বিশাল ব্যবধানে । টসে হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৩ রানের বড় সংগ্রহ দাড় করায় ভারত ।  দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন মিথালি রাজ । এছাড়া হারমানপ্রীত কউর ৪০, ভানিথা ৩৮ ও কৃঞ্চমুর্থি অপরাজিত থাকেন ৩৬ রানে । বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ নেন ২টি করে উইকেট । জবাবে শুরু তেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ । শেষ পর্যন্ত ৫ উইকেটে ৯১ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশের মেয়েরা । দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা । এছাড়া শারমিন আক্তার করেন ২১ রান । ভারতের হয়ে পুনম যাদব ও পাতিল নেন ২টি করে উইকেট ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি