ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মেঘনার ভাঙ্গনে বন্ধ হয়ে পড়েছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল

প্রকাশিত : ০৯:৩৩, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৩৩, ১৬ মার্চ ২০১৬

মেঘনার ভাঙ্গনে হঠাৎ করেই বন্ধ হয়ে পড়েছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটের ফেরি চলাচল। এতে বিপাকে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। স্থানীয়রা জানায়, হঠাৎ করেই মেঘনায় পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ভোলার ইলিশা ফেরিঘাটে ভাঙ্গন দেখা দিয়েছে। পানির চাপে ইলিশা ফেরিঘাটের র‌্যামের নিচে পাইলিং এর মাটি সরে যায়। ঝুঁকিপূর্ণ হওয়ায় তাই মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে এই রুটে যান চলাচল। এতে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মৌজু চৌধুরী ঘাটে শত শত যাত্রীবাহি বাস ও পন্যবাহী পরিবহন আটকা পড়েছে। ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি