ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নভেম্বরে সাড়ে ৮৫ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ বিজিবি’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১ ডিসেম্বর ২০২০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত নভেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৮৫ কোটি ৪৯ লাখ ৬১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৫ লাখ ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৬৩ হাজার ৭৭১ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ১২৬ বোতল বিদেশী মদ, ১ হাজার ৯৫৬ ক্যান বিয়ার, ১ হাজার ২ কেজি গাঁজা, ১ কেজি ৬০ গ্রাম হেরোইন, ৬ হাজার ৩৭৪টি উত্তেজক ইনজেকশন, ১ লাখ ১৮ হাজার ৫৯৩টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২ লাখ ১৯ হাজার ১৯১টি অন্যান্য ট্যাবলেট। 

অন্যান্য দ্রব্যের মধ্যে রয়েছে ১২ কেজি ৬৩১ গ্রাম স্বর্ণ, ৬ কেজি ১শ’ গ্রাম রূপা, ৩৭২টি ইমিটেশনের গহনা, ৩৫ হাজার ৪৫৬টি কসমেটিক্স সামগ্রী, ৮ হাজার ১৩৩টি শাড়ি, ৯১৬টি থ্রিপিস/শার্টপিস, ৪ হাজার ৩৮৯টি তৈরি পোশাক, ৬৫২ মিটার থান কাপড়, ২ হাজার ০৮৭ ঘনফুট কাঠ, ৪ হাজার ১২৭ কেজি চা পাতা, ৭ হাজার ৬৬০ কেজি কয়লা, ৮টি ট্রাক, ৯টি প্রাইভেটকার, ২টি পিকআপ, ৩৯টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা, ৮৭টি মোটর সাইকেল এবং ৪৬০টি মোটর পার্টস। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১২টি বন্দুক, ২টি ম্যাগাজিন, ১৮৬ রাউন্ড গুলি এবং ৩০০ গ্রাম গান পাউডার। 

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩২৪ জন চোরাকারবারীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২৮ জন বাংলাদেশী নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এএইচ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি