নভেম্বরে ৩৫৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার
প্রকাশিত : ১২:২৩, ২ ডিসেম্বর ২০২০
দেশজুড়ে থামছেই না নারী ও কন্যাশিশু নির্যাতন। গত নভেম্বর মাসেই ৩৫৩ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১৮ জন গণধর্ষণসহ ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে বলে মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের একটি প্রতিবেদনে উঠে এসেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদ তাদের এক প্রতিবেদন এসব তথ্য তুলে ধরে।
প্রতিবেদনে জানানো হয়, গত নভেম্বর মাসে ৯৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ৭ শিশু। দেশে শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন। যার মধ্যে শিশু রয়েছে ৩ জন। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৭ জন, এর মধ্যে ৬ জনই শিশু। এসিডদগ্ধের শিকার ৪ শিশু, এর ফলে মৃত্যু হয়েছে একজনের। এছাড়া অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ৪ জন। এর মধ্যে মারা গেছেন ২ জন।
এদিকে, দেশে উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন সাতজন। শিশু অপহরণ হয়েছে মোট ১১ জন। পাচারের শিকার হয়েছে ৫ জন। বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে, এমন সংখ্যার মধ্যে শিশু রয়েছে ১২ জন। এছাড়াও পাঁচজনকে হত্যার চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে যৌতুকের জন্য নির্যাতন করা হয়েছে ৯ জনকে। এর মধ্যে হত্যার শিকার হয়েছেন ৪ জন। শারীরিক নির্যাতনের শিকার ১১ জন, যার মধ্যে শিশু রয়েছে ৪ জন।
বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ১৩ জন, যেখানে ৫ জন শিশু রয়েছে। রহস্যজনক মৃত্যু হয়েছে ৪৩ জনের, এর মধ্যে শিশু ১২ জন। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৪টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার হয়েছে ৩ জন, এর মধ্যে একজন শিশুও রয়েছে।
এর আগে গত অক্টোবরে মোট ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছিল। এর মধ্যে ৪৪ জন গণধর্ষণসহ মোট ২১৬ জন ধর্ষণের শিকার হয়েছিল।
এআই/এসএ/
আরও পড়ুন