ঢাকা, মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হিলারি ৪ এবং ট্রাম্প ৩ অঙ্গরাজ্যে জয় পেয়েছেন

প্রকাশিত : ০৯:৩১, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১২:০৬, ১৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট মনোনয়নের ভোটে একযোগে ৫টি অঙ্গরাজ্যের প্রাথমিক ভোটে চার অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন। অপরদিবে তিনটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় সুপার টুইসডে হিসেবে পরিচিত এ ভোটে ওহাইওতে রিপাবলিকান দলের ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন জন কেসিস। তবে ফ্লোরিডা, ইলিনয় ও নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে মিসৌরি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে। বাকি চারটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন হিলারি। ডেমোক্র্যাট প্রার্থীতার লড়াইয়ে হিলারির এ পর্যন্ত জয় হয়েছে ১৬টি রাজ্যে আর স্যান্ডার্সের জয় ৯টি রাজ্যে। আর রিপাবলিকান ট্রাম্পের জয় হয়েছে ১৮টি রাজ্যে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি