ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকার দোহারে ভোট হচ্ছে ২২ মার্চ

প্রকাশিত : ০৯:৩১, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:১৪, ১৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা জেলার দোহার উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে পাঁচটিতে ভোট হচ্ছে ২২ মার্চ। প্রধান দুই দলের প্রার্থী ছাড়াও ৪ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। ভোটারদের মাঝে শংকা থাকলেও প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ব্যবস্থা নিয়েছেন তারা। প্রচারণায় মুখর উপজেলার মুকসুদপুর, নারিশা, বিলাসপুর, কুসুমহাটি ও নয়াবাড়ি ইউনিয়ন। পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। পাঁচ ইউনিয়নের চারটিতেই চেয়ারম্যান পদে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর একটিতে প্রার্থী দিতে পারেনি বিএনপি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থীই। বড় দুই দলে বিদ্রোহী প্রার্থী থাকা এবং গেলো সংসদ নির্বাচনের পরদিন সহিংসতায় বিলাসপুরে তিন আওয়ামী লীগ নেতা খুনের ইস্যুতে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কিত অনেকেই। তবে প্রশাসনের দাবি, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সব শংকা কাটিয়ে শেষ পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি