ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনা আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে: মতিয়া চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ১২ ডিসেম্বর ২০২০

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু আজ জাতির সামনে দৃশ্যমান।

আজ সকালে ময়মনসিংহ টাউনহলের এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, তা করে দেখান। এঁরই নাম আওয়ামী লীগ ও শেখ হাসিনা।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় বর্ধিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, সংসদ সদস্য মারুফা আক্তার পপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, কাজিম উদ্দিন ধনু এমপি, জুয়েল আরেং এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ সিটি কর্পোশেনের মেয়র ইকরামূল হক টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি