ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নেতৃত্বে নতুন কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ১৩ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২০:২৪, ১৩ ডিসেম্বর ২০২০

বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ৫ম জাতীয় সম্মেলন-২০২০ এর মাধ্যমে মো লুৎফর রহমান সভাপতি এবং ছালজার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

গত শুক্রবার রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে বিদায়ী সভাপতি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ৪০ ভাগ বেতন বৃদ্ধিসহ জাতীয় বেতন কমিশন গঠনের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে ধর্মপ্রতিমন্ত্রী মো ফরিদুল হক খান এমপি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ)সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মসিউর রহমান খান আলোচনায় অংশ গ্রহণ করেন।

আগামী তিন বছরের জন্য ৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মো. মোস্তাফিজুর রহমান, মো. নুরুন্নবী, মো. তাইজুল ইসলাম, মো. রায়হান উদ্দিন চৌধূরী, মো. আসাদুজ্জামান ও মোহাম্মদ হুমায়ুন কবির কার‌্যকরী সভাপতি, তাপস কুমার সাহা, মো. মজিবুর রহমান খান, মো. মনির হোসেন বাবু, মো. মফিজুল ইসলাম পিন্টু, মো. মনিরুল ইসলাম, এসএম জুয়েল হোসেন সরকার অতিরিক্ত মহাসচিব, মো. সেলিম মোল্লাহ সিনিয়র সহ-সভাপতি, মো. আতাউর রহমান অর্থ সম্পাদক, গাজী আবুল কালাম দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আরকে//  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি