ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইউরোপীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়

প্রকাশিত : ১৫:৫০, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৩, ১৬ মার্চ ২০১৬

ICT Joyইউরোপীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জার্মানির হ্যানোভারে শুরু হওয়া পাঁচ দিনের তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী সিবিট- ২০১৬। প্রদর্শনীতে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জয় বলেন, গত সাত বছরে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে। বিনিয়োগ অব্যাহত থাকলে এ খাতকে ঈর্ষণীয় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। ডিজিটাল অর্থনীতির সংক্ষিপ্ত রূপ ‘ডিকোনমি’ শব্দটিকে প্রতিপাদ্য করে সোমবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৮ই মার্চ পর্যন্ত।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি