ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেড়েছে শীতের তীব্রতা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ২০ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। শীত বস্ত্রের অভাবে বিপাকে হতদরিদ্ররা। কুয়াশা আর ঠাণ্ডায় ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলেরও। 

হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের উত্তরের জেলাগুলো। প্রতিদিন কমছে তাপমাত্রা। কনকনে শীতে দুর্ভোগে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ।

কুয়াশার সাথে শীতের তীব্রতা বেড়েছে উত্তরের জেলা নীলফামারীতে। সঙ্গে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

রোগীর স্বজনরা জানান, এক সপ্তাহ ধরে আমার বাচ্চাটার সর্দি-কাশি, এজন্য হাসপাতালে ভর্তি আছি।

চিকিৎসক জানান, মা-বাবারা বাচ্চাদের যত্ন নিবেন, এই সময় বাচ্চারা বাইরে কম বের হবে। খুব প্রয়োজন ছাড়া বাচ্চাদেরকে বাইরে বের করবে না।

বগুড়াতেও বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা হতদরিদ্রদের। ঠাণ্ডা আর কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু চাষ। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা।

চাষীরা জানান, কুয়াশা হলে আলুর রোগবালাই বাড়ে। তখন ফলন আর ভালো হয় না। এখন পর্যন্ত তেমন একটা ক্ষতি হয়নি, তবে কুয়াশা আরও বাড়লে ক্ষতির আশঙ্কা আছে।

শীতে কাবু গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের তীরবর্তী চরাঞ্চলের বাসিন্দারা। বেশি বিপাকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত হতদরিদ্ররা। 

হিমেল হাওয়া আর কুয়াশায় শীত বেড়েছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে। ভাঙ্গনকবলিত নদী তীরবর্তী চৌহালী ও এনায়েতপুরের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি