বান্দরবানের লামায় ঢাকা টোবাকো’র তামাক ডিপো পরিদর্শন
প্রকাশিত : ১৭:২৫, ২২ মে ২০১৭ | আপডেট: ১৮:৩১, ২২ মে ২০১৭
বান্দরবানের লামায় ঢাকা টোবাকো’র তামাক ডিপো পরিদর্শন করেছে, এন্টি টোবাকো মিডিয়া এলাইন্স আত্মা’র আঞ্চলিক সদস্যরা।
বিকালে আত্মা’র সদস্যরা বান্দরবানের লামার হরিণ ঝিড়িতে ঢাকা টোবাকো’র নিজস্ব ডিপো পরিদর্শন করে। এসময় তারা ডিপো’র ভেতরে মহিলা শ্রমিকদের সাথে তাদের সমস্যা সম্পর্কে আলোচনা করেন। পরে ডিপো’র ম্যানেজার মোঃ নাছির উদ্দিন এর সাথেও মতবিনিমিয় করেন। এসময় বেসরকারী সংস্থার কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন