বান্দরবানের লামায় বিনামূল্যে ভেড়া বিতরণ করেছে প্রাণিসম্পদ বিভাগ
প্রকাশিত : ১৭:২৯, ২২ মে ২০১৭ | আপডেট: ১৮:৩১, ২২ মে ২০১৭
বান্দরবানের লামায় বিনামূল্যে ভেড়া বিতরণ করেছে প্রাণিসম্পদ বিভাগ।
দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী এ কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেড়া বিতরণের ফলে দরিদ্র মানুষরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। অনুষ্ঠানে ২০ জন খামারির মাঝে ৬০টি ভেড়া বিতরণ করা হয়। এ সময় প্রাণিসম্পদ বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক এ.এইচ.এম মনোয়ার হোসেনসহ বান্দরবান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন