ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের গৌহাটিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ২২ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৬:৪৯, ২২ ডিসেম্বর ২০২০

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে অভ্যর্থনা জানান বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে অভ্যর্থনা জানান বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা।

Ekushey Television Ltd.

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলন ভারতের গৌহাটিতে শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩ টার দিকে ভারতের গৌহাটিতে এ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সম্মেলনে যোগ দিতে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ভারতে পৌছেছেন।

আজ সকাল ১০ টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সিলেটের তামাবিল-ডাউকি আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং বিজিবি মহাপরিচালককে ফুলেল সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান।

এরপর বিজিবি মহাপরিচালকসহ বাংলাদেশ প্রতিনিধিদল বিএসএফের হেলিকপ্টারে করে ভারতের গৌহাটিতে পৌঁছান। সেখানে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।

সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। আগামী ২৫ ডিসেম্বর সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জনানো হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি