ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১৫

প্রকাশিত : ১৫:১৭, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:১৭, ১৬ মার্চ ২০১৬

Pakistan Bombপাকিস্তানের পেশওয়ারে সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি বাসে বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অর্ধশত। বুধবার সকালে মারদান এলাকায় সানেহরি মসজিদের পাশে এ হামলা চালানো হয়। যাত্রীদের নিয়ে বাসটি মূল শহরের দিকে রওয়ানা হওয়ার পর পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসের ভেতরে আগে থেকেই বিস্ফোরক রাখা ছিলো। আহতদের অধিকাংশের অবস্থা আশংকাজনক। এখনও হামলার দায়  কেউ স্বীকার করেনি। সম্প্রতি পেশওয়ারের ওই এলাকায় তালেবান ও অন্যান্য সন্ত্রাসি গোষ্ঠির বিরুদ্ধে  সেনাবাহিনী অভিযান শুরুর পরই এ হামলা হলো।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি