পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের অবস্থা সংকটাপন্ন
প্রকাশিত : ১৬:৩৯, ২৩ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৭:১৬, ২৩ ডিসেম্বর ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ হাসেম। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এভার কেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ জানান, তিনি ভেন্টিলেটরে আছেন। তার অবস্থা ক্রিটিকাল।
এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে জানিয়েছেন, কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরে তার বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এরআগে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ হাসেম করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। এরপরেই তার ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে জানান তার অবস্থা সংকটাপন্ন। কিন্তু তিনি মারা যাননি।
এসি/
আরও পড়ুন